Gray Code

আজকের প্রব্লেম এর নাম হচ্ছে গ্রে কোড (Gray Code) । এটা LeetCode  এর একটা প্রব্লেম

প্রব্লেমঃ তোমাকে একটা সংখ্যা N  দেয়া আছে। তোমাকে একটা সিকুয়েন্স বানাতে হবে যেখানে

১ । সিকুয়েন্স এর প্রত্যেক্টা সংখ্যা থেকে (২^N)  - ১   এর মধ্যে হতে হবে। 

২। সিকুয়েন্স এর প্রথম সংখ্যাটা হবে।

৩। সিকুয়েন্স এর প্রত্যেকটা সংখ্যা ভিন্ন হতে হবে।

৪। পাশাপাশি যেকোন দুইটা সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশন এর পার্থক্য এক্সাক্টলি একটা বিটে হতে হবে।

৫। প্রথম ও শেষ সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশন এর পার্থক্য এক্সাক্টলি একটা বিটে হতে হবে।

সলিউশনঃ

এটার সলিউশন খুব ই সহজ যদি বাইনারি কোড থেকে কিভাবে  গ্রে কোড এ কনভার্ট করা যায় সেটা আগে থেকে জানা যায়।
ধরি ৫ কে গ্রে কোড এ কনভার্ট করবো।
৪ এর বাইনারি ১০০
বিটগুলোকে বাম থেকে যদি নাম্বারিং করি তাহলে দাঁড়ায় 

বাইনারিঃ   ১   ০   ০
নাম্বারিংঃ   ১   ২   ৩

প্রথমে সবচেয়ে বামের বিট অর্থাৎ ১ নম্বর বিট হুবুহু লিখবো।  এখন পর্যন্ত তাহলে গ্রে কোডঃ ১

এরপর ১ম ও ২য় বিট এর BITWISE XOR করলে যা হবে সেটা গ্রে কোড ২য় বিট। গ্রে কোডঃ ১ ১(১ XOR ০ = ১)

এরপর ২য় ও ৩য় বিট এর BITWISE XOR করলে যা হবে সেটা গ্রে কোড ৩য় বিট। এখন পর্যন্ত 
গ্রে কোডঃ ১ ১ ০(০ XOR ০ = ০)

সুতরাং গ্রে কোড হলো ১১০ যা দশমিকে ৬। অর্থাৎ ৪ এর গ্রে কোড ৬।

এভাবে করে প্রত্যেকটা সংখ্যার জন্য গ্রে কোড জেনারেট করে এই প্রব্লেমটা সল্ভ করা যাবে।


 1
 2
 3
 4
 5
 6
 7
 8
 9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
class Solution {
public:
    /// kth বিট কে ১ করে দেয় এই ফাংশন
    int setBit(int mask, int k) { return ( mask | (1<<k) ); } 
    /// kth বিট ১ কিনা চেক করে এই ফাংশন
    int checkbit(int mask, int k){ return ((mask>>k) & 1 );  }
    /// kth বিট কে ০ করে দেয় এই ফাংশন
    int resetBit(int mask, int k){ return (mask = (checkbit(mask, k) == 1) ? (mask ^(1<<k)) : mask ); }
    
    
    int BinaryToGray(int n)
    {
        int gray = 0;
        for(int i = 30; i >= 0; i--) ///ইন্টিজার এ টোটাল বিট ৩২টা হয় 
        {
            if(( checkbit(n,i) ^ checkbit(n,i+1) )) /// XOR ১ কিনা চেক করছি। ১ হলে গ্রে কোড এর ith বিট ১ করে দিবো
            {
                gray = setBit(gray, i);
            }
            else gray = resetBit(gray, i); /// না হয় গ্রে কোড এর ith বিট ০ করে দিবো
        }
        return gray;
    }
    vector<int> grayCode(int n) {
        n = pow(2,n);
        vector<int> ans(n);
        for(int i = 0; i<n;i++)
        {
            ans[i] = BinaryToGray(i);
        }
        return ans;
    }
};

Comments

Popular posts from this blog

URI 2994 Solution

Longest Palindromic Substring